বাংলা কী বোর্ড ও সফটওয়্যার
বিজয় একাত্তর-এর উইন্ডোজ সংস্করণ হচ্ছে একটি পূর্ণাঙ্গ বাংলা সফটওয়্যার। এতে সম্ভাব্য ও প্রচলিত যে কোন এনকোডিং ব্যবহার করে বাংলা লেখার সুযোগ আছে। এতে আছে বর্তমান ও আগামী দিনের অতি প্রয়োজনীয় তিন ধারার এনকোডিং দিয়ে বাংলা লেখার সুবিধা। এগুলো হলো বিজয় ক্লাসিক, বিজয় একাত্তর এবং ইউনিকোড।