প্রাথমিক কম্পিউটার শিক্ষা বইটি শিশুদের কম্পিউটারের প্রথম পাঠ হিসেবে প্রস্তুত করা। বইটির রচয়িতা মোস্তাফা জব্বারের মতে শিশুরা বড়দের চেয়ে দ্রুত শিখতে পারে। বড়রা যেকোন উপায়ে কম্পিউটার শিখতে পারলেও ছোটদের তেমন কোন সুযোগ নেই। তাদের জন্যই মূলত এ বইটি।
মোস্তাফা জব্বারের প্রথম কম্পিউটারের বোতাম স্পর্শ করা থেকে নিয়ে বর্তমান পর্যন্ত ডিজিটাল বাংলার ইতিহাস, সংকট, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে লেখা এ বইটি রচিত হয়েছে সাধারণ মানুষকে বাংলা ভাষা ও হরফের ডিজিটাল যাত্রা সম্পর্কে প্রকৃত তথ্য জানাতে।বইটি প্রকাশ করেছে সময় প্রকাশন।
ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন ও বাস্তবায়নের বিস্তারিত আলোচনা নিয়ে মোস্তাফা জব্বারের লেখা ”ডিজিটাল বাংলাদেশ” বইটি পূর্ণাঙ্গ ভাবে প্রকাশিত হয় ২০১৮ সালে।বইটি প্রকাশ করে চন্দ্রদ্বীপ।
আত্মজীবনীমূলক এই বইটিতে রয়েছে মোস্তাফা জব্বারের শৈশব জীবনের গল্প এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর ব্যক্তিগত স্মৃতি।২০১২ সালে বইটি প্রথম প্রকাশিত হয়।এরপর ২০১৮ সালে বর্ধিত ও সংশোধিত সংস্করণ প্রকাশিত হয়।বইটি প্রকাশ করে সূচীপত্র।
মূলত ২০০৬ সালের পাক্ষিক তারকালোকের ঈদ সংখ্যায় প্রকাশিত লেখাটির নতুন করে সম্পাদিত রূপই হচ্ছে “সুবর্ণ শেকড়” উপন্যাসটি ।বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলোকে জীবন্ত করে তুলে ধরার প্রচেষ্টায় এই উপন্যাসটি রচনা করেন মোস্তফা জব্বার।বইটি প্রকাশ করেছে তাম্রলিপি।
আইসিটি বিষয়ক গবেষণা নিয়ে ব্যস্ত থাকলেও বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কেও সম্পূর্ণ সজাগ ও সচেতন মোস্তাফা জব্বার। ২০০৩ সালে ঘটে যাওয়া রূপালী ব্যাংকের কর্মকর্তা মো. নুরুল ইসলামের অপহরণ এবং এরপর সংঘটিত আরো কিছু অপহরণমূলক ঘটনার প্রেক্ষিতে নতুন প্রজন্মের বিদ্রোহের সূচনা নিয়ে মোস্তফা জব্বারের উপন্যাস “নক্ষত্রের অঙ্গার” প্রকাশিত হয় ২০০৫ সালে ।বইটি প্রকাশ করেছে তাম্রলিপি।
কম্পিউটার পরিচিতি, কম্পিউটারে হাতেখড়ি ; শেখার আগে অপারেটিং সিস্টেম, ওয়ার্ড ২০১৯, এক্সেল ২০১৯, এক্সেস ২০১৯, পাওয়ার পয়েন্ট ২০১৯, ইন্টারনেট, এডোবি ফটোশপ সিসি ২০১৯, এডোবি ইলাস্ট্রেটর সিসি ২০১৯, কোয়ার্ক এক্সপ্রেস ২০১৮, বাংলা টাইপ করা ও যুক্তাক্ষর তৈরি করার সহায়ক তথ্য বিষয়ক সহজ সরল উপস্থাপনা এ বইটি। এটি আনন্দ কম্পিউটার্স ও আনন্দ মাল্টিমিডিয়ার আইটি প্রি, আইটি প্রো, কিডস-২১ এবং আনন্দ মাল্টিমিডিয়া স্কুল/বিজয় ডিজিটাল স্কুলসহ অন্যান্য স্কুলের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর জন্য পাঠ্য।