বাংলা কী বোর্ড ও সফটওয়্যার
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি জগতের কিংবদন্তী, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা জনাব মোস্তাফা জব্বার ডিজিটাল প্রযুক্তির জন্য পরিচিত হলেও তাঁর কর্মকাণ্ড কেবল এই জগতেই সীমিত নয় । তিনি নিজগ্রামসহ দেশব্যাপী সাধারণ শিক্ষার প্রসার ও শিক্ষায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের ব্যাপারেও অবিরাম কাজ করে যাচ্ছেন। তাঁর মাইলফলক কাজের মাঝে রয়েছে কম্পিউটারে বাংলা ভাষার প্রয়োগ, প্রচলন ও বিকাশের যুগান্তকারী বিপ্লব সাধন করা, শিক্ষায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। তথ্যপ্রযুক্তি শিক্ষার প্রসার এবং বাঙালির হাজার বছরের ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - এর লালিত স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয়ী অঙ্গীকার বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির একজন সৈনিক হিসেবে কাজ করে তিনি অবিস্মরণীয় অবদান রেখে চলেছেন। ডিজিটাল প্রযুক্তির ও সাধারণ বিষয়ের ওপর অনেকগুলো বইয়ের লেখক, কলামিস্ট ও সমাজকর্মী জনাব মোস্তাফা জব্বার এরই মাঝে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অনেকগুলো পুরষ্কারে ভূষিত হয়েছেন।
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বিকাশে মোস্তাফা জব্বার ১৯৮৭ সাল থেকেই নিরলসভাবে কাজ করছেন। তাঁরই প্রচেষ্টায় গৃহীত পদক্ষেপের ফলে বাংলাদেশে কম্পিউটার আমদানীর ওপর শুল্ক ও ভ্যাট প্রত্যাহার হয়। তিনি বাংলাদেশ থেকে তথ্যপ্রযুক্তি পণ্য রপ্তানীতে নগদ সহায়তা পাবার উদ্যোগের সফল নেতৃত্ব দেন। তিনিই বাংলাদেশকে একটি আমদানীকারক দেশ থেকে উৎপাদক ও রপ্তানীকারকের দেশে পরিণত করার জন্য সরকারের ইতিবাচক নীতিমালাসমূহ প্রণয়নে উদ্যোগী ভূমিকা রাখেন। তথ্যপ্রযুক্তি নীতিমালা, সম্প্রচার নীতিমালা, অনলাইন নীতিমালা, ডিজিটাল নিরাপত্তা আইন, সম্প্রচার আইন ও কপিরাইট আইনসহ ডিজিটাল আইন কাঠামো তৈরিতে তিনি ব্যাপকভাবে অংশ গ্রহণ কর যাচ্ছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রীপ্রাপ্ত মোস্তাফা জব্বারের পৈত্রিক নিবাস নেত্রকোণা জেলার খালিয়াজুরী থানার কৃষ্ণপুর গ্রামে। ১৯৪৯ সালের ১২ই আগষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার চর চারতলা গ্রামের নানার বাড়ীতে তাঁর জন্ম। মোস্তাফা জব্বারের বাবা আব্দুল জব্বার তালুকদার পাটের ব্যবসায়ী ও সম্পন্ন কৃষক ছিলেন। তাঁর দাদা আলিমুদ্দিন মুন্সি ছিলেন বিশাল ভূ-সম্পত্তির মালিক, যার উপাধি ছিলো তালুকদার। তাঁর মা রাবেয়া খাতুন একজন গৃহিণী । তিনি দাদা ও বাবা প্রতিষ্ঠিত নিজ গ্রামের প্রাইমারি স্কুল থেকে ১৯৬০ সালে পঞ্চম শ্রেণির শিক্ষা সম্পন্ন করেন। নিকটবর্তী ২৫ কিলোমিটারের মধ্যে কোন হাইস্কুল না থাকায় তিনি বর্তমান হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার অধীনস্থ বিরাট নামক একটি গ্রামের হাইস্কুল থেকে ১৯৬৬ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় দ্বিতীয় বিভাগে পাশ করেন। ঢাকা কলেজ থেকে ১৯৬৮ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে ১৯৭২ সালে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হন। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭২ সালের পরীক্ষা ১৯৭৪ সালে সম্পন্ন করে দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে মোস্তাফা জব্বার একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তাঁর বাড়ীর পাশের সুনামগঞ্জের শাল্লা উপজেলার ১৬১ জন রাজাকার যুদ্ধোত্তরকালে তাঁর কাছে আত্মসমর্পণ করে । ছাত্রজীবনে তিনি রাজনীতি, মুক্তিযুদ্ধ, সাহিত্য চর্চা, সাংবাদিকতা, নাট্য আন্দোলন; এসবের মাঝে ব্যাপকভাবে জড়িত ছিলেন। ৭১ সালের ২২ ফেব্রুয়ারি তাঁর লেখা বাংলাদেশের প্রথম গণনাট্য “এক নদী রক্ত” ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রে মঞ্চস্থ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম নেতা ছিলেন। ১৯৭৩ সালে তিনি ছাত্রলীগের পক্ষে নির্বাচন করে সূর্যসেন হলের নাট্য ও প্রমোদ সম্পাদক নির্বাচিত হন। স্বাধীনতার আগে তিনি সাপ্তাহিক জনতা পত্রিকায় লেখালেখির সাথে যুক্ত ছিলেন।
ছাত্র থাকাকালেই মোস্তাফা জব্বারের কর্মজীবন শুরু হয় ১৯৭২ সালের ১৬ জানুয়ারি সাংবাদিকতার মধ্য দিয়ে। তিনি ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাব (এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ)- এর সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৮৩ সালে তিনি মাসিক নিপুন পত্রিকা প্রকাশ করেন। জনাব মোস্তাফা জব্বার ১৯৮৭ সালের ২৮শে এপ্রিল মেকিন্টোস কম্পিউটারের বোতাম স্পর্শ করার মধ্য দিয়ে কম্পিউটার ব্যবসায়ে প্রবেশ করেন। সেই বছরের ১৬ মে তিনি কম্পিউটারে কম্পোজ করা বাংলা সাপ্তাহিক পত্রিকা আনন্দপত্র প্রকাশ করেন। ১৯৮৮ সালের ১৬ ডিসেম্বর তিনি প্রকাশ করেন বিজয় বাংলা কীবোর্ড ও সফটওয়্যার। সেটি প্রথমে মেকিন্টোস কম্পিউটারের জন্য প্রণয়ন করেন। পরে ১৯৯৩ সালের ২৬ মার্চ তিনি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্যও বিজয় বাংলা কীবোর্ড ও সফটওয়্যার প্রকাশ করেন। এরপর লিনাক্স এবং এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্যও তিনি বিজয় বাংলা সফটওয়্যার প্রকাশ করেন। তিনি কম্পিউটারে চাকমা ভাষা লেখার পদ্ধতিও উদ্ভাবন করেন।
জনাব মোস্তাফা জব্বার দেশের সংবাদপত্র, প্রকাশনা ও মুদ্রণ শিল্পের ডিটিপি বিপ্লবের অগ্রনায়ক। তিনি আনন্দ প্রিন্টার্স এবং আনন্দ মুদ্রায়ণের প্রতিষ্ঠাতা। তাঁর হাতেই গড়ে ওঠে বাংলাদেশের প্রথম ডিজিটাল বাংলা নিউজ সার্ভিস আনন্দপত্র বাংলা সংবাদ বা আবাস। তিনি এর চেয়ারম্যান ও সম্পাদক।
তিনি ইতোপূর্বে বাংলাদেশ কম্পিউটার সমিতির নির্বাহী পরিষদের সদস্য, কোষাধ্যক্ষ ও সভাপতি (চারবার) হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস ( বেসিস ) এর প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও পরিচালক এবং বাংলাদেশ কম্পিউটার ক্লাবের সভাপতি ছিলেন। ২০১৬-১৮ সময়কালের জন্য তিনি বেসিস এর সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ই-ক্যাব-এর উপদেষ্টা।
দেশে কম্পিউটারের শুল্ক ও ভ্যাট মুক্ত আন্দোলনের অগ্রণী নেতা ও শিক্ষায় ডিজিটাল প্রযুক্তি প্রচলনের একনিষ্ঠ সাধক মোস্তাফা জব্বার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক অনেক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কপিরাইট বোর্ড এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালের ২৬ মার্চ তিনি ডিজিটাল বাংলাদেশ ধারণা সম্পর্কে প্রথম নিবন্ধ লেখেন এবং ২০০৮ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার লিপিবদ্ধ করেন। ১২ই ডিসেম্বর ২০০৮ মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করেন।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দিকনির্দেশনায়, প্রধানমন্ত্রীর মাননীয় তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব আহমেদ ওয়াজেদ এর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে ।
জনাব মোস্তাফা জব্বার কম্পিউটার বিষয়ে অনেকগুলো বই লিখেছেন। দেশের কম্পিউটার বিষয়ক পত্রিকাসমূহে ব্যাপকভাবে লেখালেখিতে ব্যস্ত মোস্তাফা জব্বার নবম ও দশম শ্রেণীর কম্পিউটার বিষয়ক পাঠ্যপুস্তক মাধ্যমিক কম্পিউটার শিক্ষা বইটির লেখক। তার লেখা “কম্পিউটার ও ইনফরমেশন টেকনোলজি” এবং “একাউন্টিং ইনফরমেশন সিস্টেম’’ স্নাতক পর্যায়ের পাঠ্য বই। উচ্চ মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, দুই খন্ডের প্রাথমিক কম্পিউটার শিক্ষা, মাল্টিমিডিয়া ও অন্যান্য প্রসঙ্গ ছাড়াও তাঁর লেখা কম্পিউটারে প্রকাশনা, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল ও তাঁর সম্পাদিত কম্পিউটার অভিধান ব্যাপকভাবে প্রচলিত কম্পিউটার বিষয়ক বই। তাঁর প্রথম উপন্যাস নক্ষত্রের অঙ্গার ২০০৫ সালে প্রকাশিত হয়েছে। সুবর্ণে শেকড় নামে আরেকটি উপন্যাস ২০১৮ সালে প্রকাশিত হয়।এছাড়াও কম্পিউটার কথকতা, ডিজিটাল বাংলা, একুশ শতকের বাংলা, বাঙালি ও বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ এবং একাত্তর ও আমার যুদ্ধ তাঁর লেখা বইগুলোর অন্যতম। বাংলাদেশ টেলিভিশনের ‘কম্পিউটার’ ও ডিজিটাল বাংলাদেশ টক শো-এর মাধ্যমে তিনি এখনও কম্পিউটার প্রযুক্তিকে জনপ্রিয় করে চলেছেন। এটিএন বাংলার ‘কম্পিউটার প্রযুক্তি’ এবং চ্যানেল আই এর ‘একুশ শতক’ অনুষ্ঠানের সহায়তায় ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমেও তিনি কম্পিউটারকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলেন।
তথপ্রযুক্তিতে বিশেষ অবদান রাখা ও বিজয় বাংলা কীবোর্ড ও সফটওয়্যার আবিষ্কার করার জন্য তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেরা সফটওয়্যারের পুরষ্কার, পশ্চিমবঙ্গের কমপাস কম্পিউটার মেলার সেরা কমদামী সফটওয়্যারের পুরষ্কার, দৈনিক উত্তরবাংলা পুরষ্কার, পিআইবির সোহেল সামাদ পুরষ্কার, সিটিআইটি আজীবন সম্মাননা ও আইটি এ্যাওয়ার্ড, বেসিস আজীবন সম্মাননা পুরষ্কার ও বেস্টওয়ে ভাষা-সংস্কৃতি পুরষ্কার, তথ্যপ্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার সমিতির আজীবন সম্মাননা, চয়ন গোল্ড মেডাল, ইস্টার্ণ ইউনিভার্সিটি পদক, পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর জ্ঞানবন্ধু পুরষ্কার ২০১৬, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটী আজীবন সম্মাননা পুরস্কার এবং ইউনাইটেড বিশ্ববিদ্যালয় আজীবন সম্মাননাসহ ২৭টি পুরষ্কারে ভূষিত হয়েছেন। এর বাইরেও তাঁর রয়েছে অসংখ্য স্মারক ও সম্মাননা।
শিক্ষানুরাগী মোস্তাফা জব্বার তাঁর নিজ গ্রামে বাবা প্রতিষ্ঠিত হাইস্কুলের সম্প্রসারণ করেছেন, বাবা-মার নামে গার্লস স্কুল প্রতিষ্ঠা করেছেন এবং গ্রামের হাজী আলী আকবর পাবলিক ডিগ্রী কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে কম্পিউটার শিক্ষা কেন্দ্র স্থাপন ও কম্পিউটার স্বাক্ষরতা প্রসারে ব্যাপক উদ্যোগ গ্রহণ করে চলেছেন। দেশজুড়ে মাল্টিমিডিয়া প্রশিক্ষণ ব্যবস্থা চালু করা ছাড়াও তিনি বিজয় ডিজিটাল স্কুল এবং আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের সাহায্যে শিক্ষাব্যবস্থার নতুন পদ্ধতি প্রবর্তন করেছেন। কম্পিউটারকে শিক্ষা উপকরণ হিসেবে ব্যবহার করে একুশ শতকের নতুন শিক্ষাব্যবস্থা চালু করা তাঁর জীবনের লক্ষ্য।
জনাব মোস্তাফা জব্বার ২ জানুয়ারি ২০১৮ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে প্রথম শপথবাক্য পাঠ করেন । তিনি ৩ জানুয়ারি ২০১৮ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন এবং ৯ ডিসেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত মন্ত্রী হিসেবে তিনি প্রথম মেয়াদে দায়িত্ব পালন করেন। মন্ত্রী হিসেবে দায়িত্বকালীন এ সময়ের মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যক্রম বেগবান করার মাধ্যমে বঙ্গবন্ধুর লালিত স্বপ্রের সোনার বাংলা প্রতিষ্ঠার চলমান ডিজিটাল বিপ্লব সফল করার অঙ্গীকার পূরণের দৃপ্ত প্রত্যয়ে যুগান্তকারী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে নজির স্থাপিত হয়।
জনাব মোস্তাফা জব্বার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা জনাব সজিব আহমেদ ওয়াজেদ এর দিকনির্দেশনায় মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ উৎক্ষেপণ, ফোর-জি সার্ভিস চালু, টাওয়ার শেয়ারিং লাইসেন্স প্রদান, এমএনপি সার্ভিস চালু ও এমএনপি কর মওকুফ, দুর্গম অঞ্চলে ইন্টারনেট নেটওয়ার্ক সম্প্রসারণ উদ্যোগ গ্রহণ, ৫৮৭ টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেটের ফ্রি ওয়াইফাই জোন স্থাপনের কার্যক্রম গ্রহণ, ৫জি মোবাইল নেটওয়ার্কের পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধনসহ ডিজিটাল প্রযুক্তির অবকাঠামো সম্প্রসারণে তার অবদান ডিজিটাল বাংলাদেশ অগ্রগতিতে মাইলফলক হয়ে থাকবে।
এছাড়াও এক বছরেরও কম সময়ের মধ্যে তিনি“ আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে ডোমেইন বরাদ্দ বা রেজিস্ট্রেশন ব্যবস্থার প্রবর্তন এবংসকল ডোমেইন একই রেটে বাৎসরিক ৮০০/- টাকা ফি-তে দেয়ার ব্যবস্থা গ্রহণ, বাজেটে ইন্টারনেটের ওপর থেকে শতকরা ১০ভাগ ভ্যাট প্রত্যাহার, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ প্রণয়ন, দেশের বাইরে বাংলাদেশের তৈরি ল্যাপটপ/ কম্পিউটার রপ্তানির সুযোগ সৃষ্টি, বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের উদ্যোগ গ্রহণ, এসওএফ এর মাধ্যমে ৭৭২টি দূর্গম এলাকায় ইন্টারনেট ব্রডব্যান্ড সেবা সম্প্রসারণের পদক্ষেপ গ্রহণ, বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং ও লজেস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্প বাস্তবায়ন, ডাক বিভাগে ডাক সেবার পুনর্গঠন ও পুনর্বিন্যাসের লক্ষ্যে ৫৬৭.৭৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণ, টেলিটক বাংলাদেশ লি: কর্তৃক সৌর বেইজ স্টেশন স্থাপনের মাধ্যমে দূর্গম ও প্রত্যন্ত অঞ্চলে টেলিটক নেটওয়ার্ক কাভারেজ শক্তিশালী করণের লক্ষ্যে ৪০৬.১৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণ, ডাক ভবন ও বাংলাদেশ টেলিযোগাযোগ ভবন নির্মাণ শীর্ষক প্রকল্প গ্রহণ, টেলিফোন শিল্প সংস্থা, আধুনিকায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি লাভজনক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ, টেলিটক আধুনিকায়নের মাধ্যমে প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ, বাংলাদেশে বহুজাতিক কোম্পানি হুয়াওয়ে ও স্যামসাং মোবাইল ফোন কারখানা স্থাপন ও উৎপাদনের পদক্ষেপ গ্রহণ, ২৩ হাজার ২১ জন ইডি কর্মচারীর মাসিক ভাতা শতকরা ৭৭ ভাগ বৃদ্ধি, কোয়ালিটি অব সার্ভিস, কল রেটের সমন্বয়, সাইবার মনিটরিং প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ, তৃতীয় সাব মেরিন ক্যাবল প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ,স্যাটেলাইট ক্যাবল কোম্পানী চালু করণ এবং বিটিসিএল এর ৪২০০ কর্মচারীর চাকরি স্থায়ীকরণ উল্লেখযোগ্য।
এতদভিন্ন গত এক বছরেরও কম সময়ে জনাব মোস্তাফা জব্বার অভাবনীয় কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মান ত্বরান্বিত করার কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরে ভূমিকা রাখেন।
এই খাতের উল্লেখযোগ্য কর্মসূচি সমূহ হচ্ছে, সরকারি ই-মেইল নীতিমালা ২০১৮ প্রণয়ন, ‘ডিজিটাল কমার্স নীতিমালা ২০১৮ ও “জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা, ২০১৮, প্রণয়নের উদ্যোগ গ্রহণ, ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এবং ২০১৯ প্রণয়ন, ‘‘ইনোভেশন প্রমোশান” কার্যক্রম গ্রহণ, সাইবার সিকিউরিটি বিষয়ে সিঙ্গাপুরের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর, জাতীয় শিশু কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৮ আয়োজন, এসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি – ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট, , তথ্য প্রযুক্তি অবকাঠামো উন্নয়নে যুগান্তকারী উদ্যোগ গ্রহণ “ডিজিটাল আইল্যান্ড মহেশখালী” প্রকল্প গ্রহণ, বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার (BNDA) : ই-রিক্রুটমেন্ট সিস্টেম এর কাস্টমাইজেশন, স্টান্ডার্ডস এবং ন্যাশনাল কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্সটীম গঠনের উদ্যোগ গ্রহণ, সরকারি ওয়েবসাইট সমূহ ও জাতীয় ডেটা সেন্টারের সাইবার নিরাপত্তা প্রদান এবং সাইবার নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণসহ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন, তথ্য প্রযুক্তি জগতে বাংলা ভাষার সম্প্রসারণের লক্ষ্যে বাংলা ভাষার মান ল্যাংগুয়েজ প্রমিতকরণ, সিসিএ’র কার্যালয় স্থাপন ,সিসিএ কার্যালয়ের উদ্যোগে ১৮টি গালর্স স্কুলে (৮ম থেকে ১০ম শ্রেণি) “ডিজিটাল নিরাপত্তায় মেয়েদের সচেতনতা” বিষয়ক শীর্ষক সেমিনার/কর্মশালায় প্রায় ৪৫০০ শিক্ষার্থীদের সাইবার অপরাধ বিষয়ক প্রশিক্ষণ প্রদান , প্রধানমন্ত্রীর মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা কর্তৃক ২৬ জুলাই ২০১৮ আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর স্টার্টআপ বাংলাদেশের অ্যাকসেলেটার ও বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের দুটি বিশেষায়িত ল্যাব উদ্বোধন। জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসকে “ডিজিটাল বাংলাদেশ দিবস” হিসেবে পালন ইত্যাদি।
গত ৭ জানুয়ারি ২০১৯ তারিখে জনাব মোস্তাফা জব্বার দ্বিতীয় বারের মত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করেন।
তিনি একপুত্র এবং দুই কন্যা সন্তানের গর্বিত জনক।