ডিজিটাল বাংলাদেশের সঙ্গী

বাংলা কী বোর্ড ও সফটওয়্যার

পরিচিতি

অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ সেভেন-এর ৩২ ও ৬৪ বিট সংস্করণের জন্য বিজয় বায়ান্নো ২০১২ তৈরি করা হয়েছে। যেসব বৈশিষ্ট্য এতে আছে সেই সব হলো:

ক্লাসিক অপশন

এই সংস্করণটি দিয়ে ১৯৯৩ সালে প্রচলিত ও ২০১১ সাল পর্যন্ত পর্যায়ক্রমে পরিমার্জিত বিজয় আসকি কোড যাকে আমরা বিজয় ক্লাসিক কোড বলি তাতে লেখা যায়। বাংলাদেশের প্রায় ৯৯ ভাগ বাংলা ব্যবহারকারী, বিদেশে বাংলাদেশের বাঙ্গালীদের শতকরা ৯৯ ভাগ, ভারতের বাংলা এবং অসমিয়া ব্যবহারকারীরা এই এনকোডিং ব্যবহার করে থাকে। অফিস-আদালত থেকে পত্র-পত্রিকা মিডিয়াসহ ব্যক্তিপর্যায়ের ব্যবহারকারীদের প্রায় সকল ডাটাই থাকে এই এনকোডিং-এ। এই সংস্করণের সর্বশেষ পরিমার্জিত এই কোডে থাকা কোন বাংলা বর্ণ বা যুক্তাক্ষর (যেমন ন্ত, স্ত, ণ্ড, ল্ল, শ্ল, ব্ল, গ্ল, ম্ল, প্ল, ক্ষ, ক্ষ্ম, ক্ষ্ন, রু, গ্রু, প্রু, ব্রু, দ্রু, খ্রু, ব্রু, ত্রু, ন্ত, স্ত, ন্ত্ব, স্ত্ব, চ্চ, চ্ছ, ইত্যাদি বর্ণ) এক্সেস, কোয়ার্ক এক্সপ্রেস, এইচপি প্রিন্টার, অন্য নির্মাতাদের কোন কোন পোস্টস্ক্রিপ্ট প্রিন্টার বা ইমেজস্টোরে ভাঙ্গে না, গায়েব হয় না বা বদলায় না।

ইউনিকোড অপশন

বিজয় বায়ান্নো ২০১২-এর একটি অনন্য বৈশিষ্ট্য হলো যে এতে ইউনিকোড ব্যবহার করা যায়।