বাংলা কী বোর্ড ও সফটওয়্যার
লিনাক্সে বাংলা ব্যবহারকারীদের জন্য এই প্রথমবারের মত বিজয় -এর এনকোডিং পদ্ধতিতে বিজয় কিবোর্ড ব্যবহার করে বাংলা লেখার ব্যবস্থা করা হয়েছে। এই ব্যবস্থায় বিজয় বাংলা সফটওয়্যারের প্রচলিত ফন্টগুলো ব্যবহার করা যাবে এবং লিনাক্সে তৈরি করা ডকুমেন্ট উইন্ডোজ এবং মেকিন্টোসের বিজয় -এ আদান প্রদান করা যাবে। যারা লিনাক্সে বিজয় ব্যবহার করতে চান তারা সরাসরি আনন্দ কম্পিউটার্সের সাথে যোগাযোগ করুন।